ভয়ানক ভূমিকম্পের আঘাতে তুরস্কে নিহত ১৮

তুরস্কের পূর্বাঞ্চলে ৬.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৮ জন নিহত ও কয়েকশ’ মানুষ আহত হয়েছেন।স্থানীয় সময়, শুক্রবার রাত ৮ টা ৫৫ মিনিটে দেশটির পূর্বাঞ্চলীয় ইলাজিন প্রবেশে আঘাত হানে ৬.৮ মাত্রার ভূমিকম্প।

ভূমিকম্পে আরও কয়েকশ’ মানুষ আহত হয়েছেন বলেও খবর প্রকাশ করেছে।

আতঙ্কে হাজারো মানুষ রাস্তায় নেমে আসে। বহু ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।

বিবিসি জানায়, ইলাজিন প্রদেশের সিভিরিস শহর ছিল আঘাত হানা ভূমিকম্পটির কেন্দ্রস্থল। পার্শ্ববর্তী দেশ সিরিয়া, লেবানন এবং ইরানেও অনুভূত হয় ভূকম্পন।

তুরস্কের সরকারি দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, ভূমিকম্পে এলাজিগ প্রদেশে প্রাণ হারিয়েছেন ৮ জন ও পার্শ্ববর্তী মালাটিয়া প্রদেশে ৬ জন নিহত হয়েছেন। মূল ভূমিকম্পের পর ৬০টি আফটার-শক অনুভূত হয়। এরই মধ্যে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোতে চার শতাধিক উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।

ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

এদিকে যাদের ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে তাদের জন্য তাবু ও বিছানা নিয়ে গেছেন উদ্ধারকারীরা। পুনরায় ভূমিকম্পের শঙ্কায় প্রচণ্ড ঠাণ্ডার মধ্যেও লোকজন খোলা আকাশের নিচে রাত কাটান।