চীনের প্রথম নারী ট্রাক্টর চালকের মৃত্যু

চীনের প্রথম নারী ট্রাক্টর চালক লিয়াং জুন মারা গেছেন। সোমবার ৯০ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রথম নারী ট্রাক্টর চালক হিসেবে দেশটির ‘আইকনে’ পরিণত হয়েছিলেন লিয়াং। খবর: বিবিসি।

১৯৩০ সালে চীনের দুর্গম অঞ্চল হেইলংজিয়াং প্রদেশে এক দরিদ্র পরিবারে জন্মান লিয়াং জুন। সেখানকার স্থানীয় বিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি শৈশব-কৈশোর কেটেছে ক্ষেতখামারের কাজ করে।

১৯৪৮ সালে লিয়াং জুন ট্রাক্টর চালকদের প্রশিক্ষণ ক্লাসে ভর্তি হন। ক্লাসে সর্বমোট ৭১ জন প্রশিক্ষণার্থীর মধ্যে তিনি একমাত্র নারী ছিলেন। সেখান থেকেই ট্রাক্টর চালানো শেখেন লিয়াং। প্রশিক্ষণ শেষে দেশের প্রথম নারী ট্রাক্টর চালক হিসেবে স্বীকৃতি পান লিয়াং জুন।