আমেরিকান সেন্টারে খুদে শিক্ষার্থীদের রোবোটিক্স মেলা

রোবোটিক্স মেলা পরিদর্শন করছেন মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার

রাজধানীর বারিধারার আমেরিকান সেন্টারে শুরু হয়েছে রোবোটিক্স মেলা। কম্পিউটার সাইন্স শিক্ষা সপ্তাহ চলাকালে মেলার আয়োজন করা হয়। শনিবার (২১ ডিস্মেবর) ক্ষুদে শিক্ষার্থীদের জন্য আয়োজিত মেলা পরিদর্শন করেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার।

যুক্তরাষ্ট্রের দূতাবাস ও আমেরিকান সেন্টারের যৌথ উদ্যোগে আমেরিকান সেন্টারে এই মেলার আয়োজন করা হয়। নিত্য নতুন আবিষ্কার কে কিভাবে দৈনন্দিন জীবনে কাজে লাগানো যায় সেটি দেখাতেই এই মেলার আয়োজন বলে জানিয়েছেন মেলার আয়োজকরা।

রোবট মেলায় অংশগ্রহণকারীরা নিজেদের বিভিন্ন কর্ম তুলে ধরেন। যার মধ্যে ছিল রোবট অনুপ্রবেশকারী চিহ্নিত করার যন্ত্র, আরডুইনো ও স্বয়ংক্রিয় আবহাওয়া কেন্দ্র। উদ্ভাবকরা পরস্পরের সঙ্গে নিজের ধারণা শেয়ার করেন।