ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্ত ২ ঢাবি শিক্ষার্থী আটক

অভিযুক্ত দুই শিক্ষার্থী

ছিনতাইয়ের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুই শিক্ষার্থীকে আটক করা হয়েছে। তারা হলেন নাহিদুল ইসলাম ফাগুন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রথম বর্ষের ছাত্র আর রবিন ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের একই বর্ষের ছাত্র। রবিন বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মুহসিন হল আর নাহিদুল ইসলাম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক ছাত্র।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে বিশ্ববিদ্যালয় এলাকা থেকে তাদের আটক করা হয়।

জানা গেছে, আজিমপুর এলাকা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেড়াতে আসেন শামস ও শুভ নামক দুই ব্যাক্তি। তাদের মারধর করে রবিন নাহিদসহ আরও কয়েকজন। মারধরের একপর্যায়ে তাদের একজনের কাছ থেকে এটিএম কার্ড ছিনিয়ে সেটা থেকে টাকা উত্তোলন করে।

আটকের বিষয়টি নিশ্চিত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম গোলাম রাব্বানী বলেন, জিজ্ঞাসাবাদ করার জন্য দুজন শিক্ষার্থীকে আটক করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে প্রচলিত আইনে এবং বিশ্ববিদ্যালয়ের আইনে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে শাহবাগ থানার ওসি আবুল হাসান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।