বেরোবি ২য় মেধাতালিকা প্রকাশ, ভর্তি ৮ ডিসেম্বর

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার ২য় মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়। আগামী ৮ ডিসেম্বর (রোববার) যাচাই-বাছাই ও ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে।

ওয়েবসাইটে প্রকাশিত ফলাফল অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের ১৩শ’ ১৫টি আসনের মধ্যে ৪শ’ ৬২টি শূন্য রয়েছে। প্রয়োজনীয় কাগজপত্রসহ আগামী ৮ ডিসেম্বর তাদের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে বলা হয়েছে। এর আগে গত ২ ও ৩ ডিসেম্বর মেধাতালিকায় চান্সপ্রাপ্তদের ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়।

বিভিন্ন ইউনিটের অপেক্ষমাণ তালিকা

‘এ’ ইউনিট (কলা অনুষদ): শূন্য আসন -৮৫। ১ম শিফট: (বিজ্ঞান -২৭টি আসন), শূন্য আসন-১৫, ভর্তি হতে পারবে (৩৪-৪৯ মেরিট পজিশন পর্যন্ত)। ২য় শিফট: (বিজ্ঞান -২৮টি আসন), শূন্য আসন-৯, ভর্তি হতে পারবে (৩৫-৪৪ মেরিট পজিশন পর্যন্ত)। ৩য় শিফট: (বাণিজ্য -১৫টি আসন), শূন্য আসন-৯ ভর্তি হতে পারবে (১৬-২৮ মেরিট পজিশন পর্যন্ত), (মানবিক -৬২টি আসন), শূন্য আসন-২৩, ভর্তি হতে পারবে (৫৭-৯৫ মেরিট পজিশন পর্যন্ত)। ৪র্থ শিফট: (মানবিক-৬৩টি আসন), শূন্য আসন- ২৯ ভর্তি হতে পারবে (৬৭-১০০ মেরিট পজিশন পর্যন্ত)।

‘বি’ইউনিট (সামাজিক বিজ্ঞান অনুষদ)

শূন্য আসন -১৩১। ১ম শিফট: (বিজ্ঞান-৭৬টি আসন), শূন্য আসন- ২৯ টি, ভর্তি হতে পারবে (৯১-১২৪ মেরিট পজিশন পর্যন্ত)। ২য় শিফট: (বিজ্ঞান -৬১ টি আসন), শূন্য আসন-২৬ টি, ভর্তি হতে পারবে (৭০- ১০১ মেরিট পজিশন পর্যন্ত)। (বাণিজ্য- ৬১টি আসন), শূন্য আসন- ১৭ টি, ভর্তি হতে পারবে (৬৬-৮৮ মেরিট পজিশন পর্যন্ত)। ৩য় শিফট: (মানবিক -৮৯টি আসন), শূন্য আসন-২৭ টি, ভর্তি হতে পারবে (৯৬-১২৪ মেরিট পজিশন পর্যন্ত) ৪র্থ শিফট: (মানবিক -৮৮টি আসন), শূন্য আসন- ৩২ টি, ভর্তি হতে পারবে (৯৬-১৩০ মেরিট পজিশন পর্যন্ত)।

‘সি’ ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ)

শূন্য আসন -৬৫। ১ম শিফট: (বিজ্ঞান ও মানবিক -৬০টি আসন), শূন্য আসন- বিজ্ঞান বিভাগের ২৩ টি এবং মানবিক বিভাগের ৩ টি, ভর্তি হতে পারবে ( বিজ্ঞান ৬৫-৯০ ও মানবিক ৭০-৮২ মেরিট পজিশন পর্যন্ত)। ২য় শিফট: (বাণিজ্য-১৮৫টি আসন), শূন্য আসন- ৩৯ টি, ভর্তি হতে পারবে (২০৩-২৪২ মেরিট পজিশন পর্যন্ত)।

‘ডি’ ইউনিট (বিজ্ঞান অনুষদ)

শূন্য আসন -৮৩। ১ম শিফট: (বিজ্ঞান -১৪০টি আসন), শূন্য আসন-৬৫ টি, ভর্তি হতে পারবে (১৩২-২৪৮ মেরিট পজিশন পর্যন্ত)। ২য় শিফট: (বিজ্ঞান -১৪০টি আসন), শূন্য আসন-৫৮ টি, ভর্তি হতে পারবে (১৪৭- ২৪৪ মেরিট পজিশন পর্যন্ত)।

‘ই’ ইউনিট (প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ)

শূন্য আসন -৩২। ৩য় শিফট: (বিজ্ঞান -৪৯টি আসন), শূন্য আসন-১৯ ভর্তি হতে পারবে (৫৫- ৭৪ মেরিট পজিশন পর্যন্ত), ৪র্থ শিফট: (বিজ্ঞান -৫১টি আসন), শূন্য আসন- ১৩ টি, ভর্তি হতে পারবে (৫৫- ৬৭ মেরিট পজিশন পর্যন্ত)।

‘এফ’ ইউনিট ( জীব ও ভূ-বিজ্ঞান অনুষদ)

শূন্য আসন -৬৬। ৩য় শিফট: (বিজ্ঞান- ৮০টি আসন), শূন্য আসন- ৫০ টি, ভর্তি হতে পারবে ( ১০১- ১৫৩ মেরিট পজিশন পর্যন্ত)। ৪র্থ শিফট: (বাণিজ্য ও মানবিক- ৪০টি আসন), শূন্য আসন- বাণিজ্য বিভাগের ২ টি এবং মানবিক বিভাগের ১৪ টি, ভর্তি হতে পারবে (বাণিজ্য ৫০-৫৫ ও মানবিক ৪৪-৬০ মেরিট পজিশন পর্যন্ত)।

ভাইভা ও যাচাই-বাছাইয়ের সময় যেসব কাগজপত্র নিয়ে আসতে হবে

* উচ্চ মাধ্যমিক পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার মূল ট্রান্সক্রিপ্ট এবং মূল সার্টিফিকেট/প্রভিশনাল সার্টিফিকেট/ প্রশংসাপত্র।
* মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার মূল ট্রান্সক্রিপ্ট-এর ফটোকপি (প্রতিটির ৩ কপি করে)।
* ভর্তি পরীক্ষার প্রবেশপত্র।
* ৩ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি (ভর্তি পরীক্ষার প্রবেশপত্রে ব্যবহৃত ছবির অনুরূপ)।
* ভর্তির সময় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার মূল ট্রান্সক্রিপ্ট জমা দিতে হবে।
* অনলাইনে পূরণকৃত চয়েস ফরম এর প্রিন্টকপি (রঙিন)।

এছাড়া প্রত্যেক ভর্তিচ্ছুকে নির্ধারিত একাডেমিক ভবনগুলোর সামনে রক্তদাতাদের সংগঠন ‘বাঁধনের বুথে নিজের রক্তের গ্রুপ নির্ণয় করে টোকেন ভর্তির সময় জমা দিতে হবে।