ইউটিউব চ্যানেল চালালে ট্যাক্স দিতে হবে

বাণিজ্যিক উদ্দেশ্যে কেউ ব্যক্তিগত ইউটিউব চালালে প্রচলিত আইন অনুযায়ী তাকেও ট্যাক্স দিতে হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ সোমবার (২ ডিসেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে গণমাধ্যামকর্মীদের সঙ্গে বৈঠকচলাকালীন এ কথা বলেন।

তিনি বলেন, বাণিজ্যিক উদ্দেশ্য ছাড়া ব্যক্তিগতভাবে যে কেউ ফেসবুক অ্যাকাউন্ট যেমন করতে পারে তেমনি কেউ ব্যক্তিগত ইউটিউব চ্যানেলও করতে পারে। কিন্তু কেউ যদি বাণিজ্যিক উদ্দেশ্যে করে তাহলে ইউটিউবার ও ফেসবুকারদের সঙ্গে আলোচনা করছি। যাদের এই ইউটিউবসহ ফেসবুক বাণিজ্যিকভাবে চালিয়ে ব্যবসা করবে তাদের সেগুলোতে ট্যাক্স আরোপ করার কথা বলেছি।

তিনি আরও বলেন, আমরা এনবিআরের সঙ্গেও কথা বলেছি। সুতরাং বাণিজ্যিক উদ্দেশ্যে কেউ যদি করে সেক্ষেত্রে অবশ্যই দেশের নিয়ম-ট্যাক্সেশন আইন অনুযায়ী আইন মেনে করতে হবে, যোগ করেন তথ্যমন্ত্রী।