কুবিতে অর্থনীতি সপ্তাহ'র উদ্বোধন

কেক কাটা ও শোভাযাত্রার মধ্য দিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শুরু হয়েছে অর্থনীতি সপ্তাহ-২০১৯। অর্থনীতি বিভাগের সহযোগী সংগঠন অর্থনীতি ক্লাবের আয়োজনে গত রোববার (১ ডিসেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ব্যাডমিন্টন কোর্টে কেক কাটা হয়। পরে ক্যাম্পাসের বিভিন্ন সড়কে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী। এছাড়াও অর্থনীতি ক্লাবের সভাপতি ড. স্বপন চন্দ্র মজুমদার এবং বিভাগটির শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সপ্তাহব্যাপী এই আয়োজনে থাকছে বিভিন্ন ধরনের খেলাধুলা, নাচ, গান, নবীনবরণ ও বিদায়সহ নানা আয়োজন। এসব অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিবেন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। আগামী বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা নামবে এই জাঁকজমকপূর্ণ অর্থনীতি সপ্তাহের।