৫ দিনের সরকারি সফরে যুক্তরাজ্য গেলেন ঢাবি উপাচার্য

অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ‘দি অ্যাসোসিয়েশন অফ কমনওয়েলথ্ ইউনিভার্সিটিজ (এসিইউ)’-এর আমন্ত্রণে ৫ দিনের এক সরকারি সফরে যুক্তরাজ্য গমন করেছেন। রবিবার তিনি এ সফর শুরু করেন। আগামী ৫ ডিসেম্বর দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।

জানা যায়, উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সোম ও মঙ্গলবার লন্ডনে অনুষ্ঠেয় ‘দি অ্যাসোসিয়েশন অফ কমনওয়েলথ্ ইউনিভার্সিটিজ (এসিইউ)’-এর নির্বাহী কমিটির সভা, কাউন্সিল সভা, বার্ষিক সাধারণ সভাসহ অন্যান্য কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। এসময় তিনি এসিইউ কর্তৃপক্ষের সাথে পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে বিশেষ করে গবেষণা, বৃত্তি ও উচ্চশিক্ষা সংক্রান্ত বিভিন্ন কর্মসূচি নিয়ে মতবিনিময় করবেন।

উপাচার্যের অনুপস্থিতিতে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ তাঁর নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে উপাচার্য-এর রুটিন দায়িত্ব পালন করবেন। উল্লেখ্য, উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান চলতি বছর জুলাই মাসে এসিইউ-এর কাউন্সিল মেম্বার নির্বাচিত হন।