পরিদর্শনে গিয়ে মৌমাছির কামড়ে ছুটলেন মন্ত্রী (ভিডিও)

ভারত রাজ্যের সেচমন্ত্রী অনীল কুমার যাদব সহ তার সঙ্গে আসা সরকারি নেতাকর্মীরা প্রকল্প পরিদর্শনে গিয়ে মৌমাছির কামড় খেয়ে দিশেহারা হয়ে পালিয়েছেন।

শুক্রবার (২৯ নভেম্বর) কুরনুল জেলায় সেচ প্রকল্প পরিদর্শনে গিয়ে এ ঘটনা ঘটেছে। এসময় মন্ত্রীর সঙ্গে ছিলেন স্থানীয় এমএলএ, সেচ কর্মকর্তা ও নেতাকর্মীরা।

জানা যায়, নিজ চোখে প্রকল্পটি দেখতে মই বেয়ে একটি স্থাপনার ওপরে উঠেছিলেন অনীল যাদব। তখনই মৌমাছির আক্রমণের শিকার হন তিনি।

ভারতীয় টেলিভিশ এনডিটিভি জানায়, মৌমাছির কামড়ে জর্জরিত ভারতীয় এই সেচমন্ত্রী ও তার সঙ্গীদের সবাইকে স্থানীয় আত্মাপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

মইয়ের ওপর থেকে লাফিয়ে নিজে নেমে হাত নেড়ে মৌমাছি তাড়ানোর চেষ্টা করেন মন্ত্রী যাদব। কিন্তু এরইমধ্যে মৌমাছিদের কামড়ের পর কামড়ে কূলকিনারা হারিয়ে ফেলেন। পরে নেমে এসে গায়ে থাকা জ্যাকেট খুলে মুখ ঢাকেন। এসময় মৌমাছিরা তাকে ছেড়ে সঙ্গীদের পিছু নেয় এবং কয়েকজনকে কামড়ে দেন বলে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।