তিন ম্যাচে খেলেই সবার উপরে নাঈম

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে শিরোপা হারিয়েছে টাইগাররা। তবে, ম্যাচ হারলেও একটি বিশেষ কীর্তি গড়েছেন জাতীয় দলে সদ্য অভিষিক্ত ওপেনার নাঈম শেখ। দলের অন্য ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মধ্যে ৮১ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন নাইম। আর এর মাধ্যমেই ভারতের বিপক্ষে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করার কীর্তি গড়েছেন তিনি। পেছনে ফেলেছেন সাব্বির রহমান ও মুশফিকুর রহীমকে।

রোববার ভারতের করা ১৭৪ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে ফিরে যান লিটন-সৌম্য।অপরপ্রান্তে হাল ধরেন নাঈম শেখ। ৯৮ রানের জুটি গড়েন মিথুনকে সঙ্গে নিয়ে। ২৯ বলে ২৭ করে মিথুন আউট হওয়ার কিচুক্ষণ পরই ফিরে যান নাঈম। তবে, আউট হওয়ার আগে ৪৮ বলে ৮১ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি।

এর আগে, ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে ব্যক্তিগত সর্বোচ্চ রান ছিল সাব্বির রহমানের। ২০১৮ সালে কলোম্বোতে ৭৭ রান করেছিলেন তিনি। আর দ্বিতীয় ও তৃতীয় সর্বোচ্চ রানের রেকর্ড ছিল মুশফিকের। তবে গতকালের ৮১ রানের মধ্যে দিয়ে সেই রেকর্ড নিজের করে নিয়েছেন নাঈম।