হাফ সেঞ্চুরির সামনে মাহমুদুল্লাহ রিয়াদ

নাগপুরের বিদর্ভ স্টেডিয়ামে আজ সিরিজ নির্ধারণী টি-২০ ম্যাচে দলকে ভালো সংগ্রহ এনে দিতে মাহমুদউল্লাহর ঝড়ো ইনিংসের বিকল্প নেই। আর এই ম্যাচে অন্যরকম হাফসেঞ্চুরির সামনে দাঁড়িয়ে ভারপ্রাপ্ত অধিনায়ক।

নাগপুরে দুটি ছক্কা হাঁকালেই বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ৫০টি ছক্কার মাইলফলক স্পর্শ করবেন তিনি। দিল্লিতে মাহমুদউল্লাহর ছক্কায় ভারতের বিপক্ষে কুঁড়ি ওভারের ক্রিকেটে প্রথম জয়ের স্বাদ পায় বাংলাদেশ।

তবে দ্বিতীয় ম্যাচে ৩০ রানের ইনিংস খেললেও কোন ছক্কা ছিল না। নাগপুরের গ্যালারিতে ছক্কা বৃষ্টিতে টাইগারদের সংগ্রহ সমৃদ্ধ হতে পারে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মাহমুদউল্লাহর ছক্কা ৪৮টি।

এরপরে আছেন যথাক্রমে তামিম ইকবাল (৪১), সাকিব আল হাসান (৩৩) ও মুশফিকুর রহিম (৩১)।নাগপুরে আরও কিছু মাইলফলক অপেক্ষা করছে। বিদর্ভ স্টেডিয়াম ভারতীয় অধিনায়ক রোহিতের হোম ভেন্যু।

ম্যাচটি বিরল একটি রেকর্ডের হাতছানি দিচ্ছে ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ককে। হোম ভেন্যুতে দুটি ছক্কা মারলেই ভারতের প্রথম ক্রিকেটার হিসেবে তিনি টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেট মিলিয়ে ৪০০ ছক্কার বিরল রেকর্ড গড়বেন।

সব মিলিয়ে সবচেয়ে বেশি ৫৩৪ ছক্কা হাঁকানোর মালিক ক্রিস গেইল। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি ছক্কা তামিম ইকবালের, ১৫৮টি। মাহমুদউল্লাহর ছক্কা ১০৯টি।

ভারতের স্পিনার যুজবেন্দ্র চাহালের সামনেও আছে রেকর্ডের হাতছানি। ৪ উইকেট পেলে রবিচন্দ্রন অশ্বিনকে (৫২) টপকে ভারতের হয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটের মালিক হবেন চাহাল (৪৯)।