ডেন্টালে ভর্তি পরীক্ষা শুরু

ডেন্টাল কলেজ ও ইনস্টিটিউটে ব্যাচেলর অব ডেন্টাল সার্জন (বিডিএস) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) সকাল ১০ টায় শুরু হওয়া এ পরীক্ষা চলবে বেলা ১১ টা পর্যন্ত।

১০০ নম্বরের এই পরীক্ষায় ১০০টি এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে। পরীক্ষায় জীববিজ্ঞানে ৩০, রসায়নবিদ্যায় ২৫, পদার্থবিদ্যায় ২০, ইংরেজিতে ১৫ এবং সাধারণ জ্ঞান, বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধ বিষয়ে ১০ নম্বর থাকবে। পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য দশমিক ২৫ নম্বর কাটা যাবে। পরীক্ষায় ৪০ নম্বরের কম পেলে পরীক্ষার্থী অকৃতকার্য বলে গণ্য হবে।

রাজধানীর পাঁচটি এবং রাজশাহী ও চট্টগ্রামের আরও চারটি কেন্দ্রে এই পরীক্ষায় অংশ নেবেন মোট ২৫ হাজার ১১৬ জন ভর্তীচ্ছু পরীক্ষার্থী। সরকারি ডেন্টাল কলেজ ও ইউনিটে ৫৩২ ও বেসরকারিতে এক হাজার ৩৫০ আসন থাকায় প্রতি আসনে প্রতিদ্বন্দ্বী পরীক্ষার্থীর সংখ্যা ১৩ জনেরও বেশি।