নড়াইলের ৪০ শিক্ষকের নিকট একযোগে চাঁদা দাবি!

নড়াইলের কয়েকটি সরকারি কলেজের অন্তত ৪০ জন শিক্ষকের কাছে চাঁদা দাবি করা হয়েছে। গত রোববার সকাল থেকে সোমবার (২১ অক্টোবর) দুপুর পর্যন্ত এ চাঁদা দাবির ঘটনা ঘটে। জনযুদ্ধ নামের একটি সংগঠনের বিরুদ্ধে এ চাঁদা দাবির অভিযোগ উঠেছে।

নড়াইলের পুলিশ সুপার মো. জসিম উদ্দিন চাঁদাবাজদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন।

তিনি বলেন, সমাজকে আশ্বস্ত করতে চাই আইনের ঊর্ধ্বে কেউ নয়, আমরা শক্ত অবস্থানে থাকব এবং সেই দুষ্কৃতকারী যারা সমাজকে অস্থিতি করতে চাই তাদের পরাস্থ করার শক্তি আমাদের আছে।

পুলিশ জানিয়েছে, গত রোববার সকালে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ মো. রবিউল ইসলামের কাছে সংগঠনের ব্যয় নির্বাহের কথা বলে মোবাইল ফোনে চাঁদা চান জনযুদ্ধ সংগঠনের এক নেতা। এ সময় অধ্যক্ষ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে প্রাণনাশের হুমকি দেন মহিউদ্দিন নামের ওই নেতা।

এরপর একে একে ফোন আসতে থাকে অন্য শিক্ষকদের কাছেও। এ পর্যন্ত জেলার তিনটি সরকারি কলেজের অন্তত ৪০ জন শিক্ষকের কাছে চাঁদা চেয়েছে তারা।