‘লজ্জার কথা, ছাত্রলীগের ছেলেরা আবরার হত্যায় জড়িত’

অ্যাডভোকেট কামরুল ইসলাম

ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, দীর্ঘ স্বাধীনতার পথপরিক্রমায় ছাত্রলীগের একটা ঐতিহাসিক গৌরবোজ্জ্বল ভূমিকা ছিল ছাত্রলীগের। সেই ছাত্রলীগ কিন্তু এখন আগের অবস্থায় নেই। ছাত্রলীগ ভাইদের বলব, তোমাদের অতীত ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে। বুয়েটছাত্র আবরার হত্যার ঘটনা কারা ঘটিয়েছে, লজ্জার কথা আমাদের ছাত্রলীগের ছেলেরা। সন্ত্রাসী যারাই করুক আওয়ামী লীগ-ছাত্রলীগ-যুবলীগ কাউকে ছাড় দেয়া হবে না।

শ‌নিবার (১৯ অক্টোবর) বিকেলে সাভারের ভাকুর্তায় ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আলীর স্মরণে আয়োজিত স্মৃতিচারণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, সন্ত্রাসীদের কোনো দল নেই। সন্ত্রাস-দুর্নীতিসহ অপরাধে জড়িত আওয়ামী লীগ-ছাত্রলীগের কাউকেই ছাড় দেয়া হবে। প্রধানমন্ত্রী সন্ত্রাসীদের কোনো অবস্থাতেই ছাড় দেবেন না বলেও জানান তিনি।