আইআইইউসি বিজ্ঞান ও প্রকৌশলী অনুষদের ভর্তি পরীক্ষা শুক্রবার

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্রগ্রামের (আইআইইউসি) অটাম-১৯ সেমিস্টারের স্নাতক (সম্মান) বিজ্ঞান ও প্রকৌশলী অনুষদের ২য় পর্বের ভর্তি পরীক্ষা শুক্রবার (১৮ অক্টোবর) অনুষ্ঠিত হবে।

এর আগে ১ম পর্বের ভর্তি পরীক্ষা গত (২৯-৩০আগস্ট) বৃহস্পতিবার ও শুক্রবার এবং ২য় পর্বের ভর্তি পরীক্ষা (১২ অক্টোবর) শনিবার বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস কুমিরাতে অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক এ্যাফেয়ার্স ডিভিশনের সহকারী পরিচালক মুহাম্মদ নোমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, বর্তমানে আইআইইউসিতে শরীয়াহ ও ইসলামী অনুষদ, কলা অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ, বিজ্ঞান ও প্রকৌশলী অনুষদ,বানিজ্য অনুষদ,এবং আইন অনুষদের অধিনে মোট ১১টি বিভাগ রয়েছে।

এবারের ভর্তি পরীক্ষায় ৬ টি অনুষদের অধিনে ১১টি বিভাগে মোট এগারশত পঁচিশ ছিটের বিপরীতে দুইহাজার আটত্রিশ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, আগামী সোমবার (২১সেপ্টেম্বর) পর্যন্ত ভর্তি কার্যক্রম ও ২২ অক্টোবর ওরিয়েন্টেশন এবং ২৬ অক্টোবর নবাগত শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে।

উল্লেখ্য, ভর্তি পরীক্ষা সংক্রান্ত সকল কার্যক্রম বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট www.iiuc.ac.bd তে পাওয়া যাবে।