ডিসেম্বরে ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষা

আগামী ডিসেম্বর মাসে ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। নভেম্বরের শেষে পরীক্ষার সময়সূচি প্রকাশ করবে পিএসসি। গতকাল পিএসসির একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

এ বিষয়ে পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক বলেন, নভেম্বরের শেষ দিকে লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করার পরিকল্পনা করছে কমিশন। আমাদের লক্ষ্য ৪০তম বিসিএসের নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করা। আমরা সবসময়ই পরীক্ষার্থীদের পক্ষে কাজ করি। এখন পরীক্ষার কেন্দ্র যাচাই করছি। একইসঙ্গে পরীক্ষকরা প্রশ্নপত্রও প্রস্তুত করছেন।

৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ হয় গত জুলাই মাসে। এতে অংশ নেওয়া ৩ লাখ ২৭ হাজার চাকরি প্রার্থীর মধ্যে মাত্র ২০ হাজার ২৭৭ জন উত্তীর্ণ হন। পিএসসির রেকর্ড অনুযায়ী, দেশের ইতিহাসে সবচেয়ে বেশি চাকরি প্রার্থীর আবেদন করেন ৪০তম বিসিএসে। এ বিসিএসে ৪ লাখ ১২ হাজার ৫৩২ জন প্রার্থী আবেদন করেন। কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় পিএসসির অধীনে এতসংখ্যক আবেদন আগে কখনো জমা পড়েনি। ৪০তম বিসিএসের মাধ্যমে মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগ দেওয়া হবে। তবে এই সংখ্যা আরো বাড়তে পারে। যার মধ্যে প্রশাসনে ২০০, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জনকে নিয়োগ দেওয়ার কথা রয়েছে।