আবরার হত্যার বিচার দাবিতে খুলনায় ছাত্রদলের বিক্ষোভ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খুলনায় বিক্ষোভ মিছিল করেছে সংগঠনটি। বৃহস্পতিবার শহরের সরকারী মজিদ মেমোরিয়াল সিটি কলেজ ছাত্রদলের আয়োজনে কর্মসূচীতে অংশনেন খুলনা মহানগর ও কলেজ শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী।

আয়োজিত বিক্ষোভ ও সমাবেশে সভাপতিত্ব করেন কলেজ ছাত্রদল নেতা মাজহারুল ইসলাম রাসেল। সভায় বক্তারা আবরার হত্যার তীব্র প্রতিবাদ জানিয়ে এর সুষ্ঠু বিচার দাবী করেন।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, ছাত্রলীগের টর্চার সেলে সেদিন আবরারের সাথে যেন পুরো বাংলাদেশকেই হত্যা করা হয়েছিল। এসময় ছাত্রলীগের সাম্প্রতিক কর্মকান্ডের সমালোচনা করে এর বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসার আহ্বান বক্তারা। বিক্ষোভ মিছিলে তারা প্রতিরোধ নয় প্রতিশোধের মাধ্যমে ছাত্রলীগকে জবাব দেওয়া হবে বলে হুশিয়ারি দেন।

রাজু আহমেদের পরিচালনায় এসময় সভায় উপস্থিত ছিলেন খুলনা মহানগর ছাত্রদলের সহ-সভাপতি তসলিম রেজা তানিম কিমিয়া সাদাত যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমান অনি, ইস্তিয়াক আহমেদ ইস্তি, সিফাত আহমেদ রিকি, জুনায়েদ হোসেন মুন্না,আব্দুস সালাম, অমিনুজ্জামান সুজন,হাফিজুর রহমান, ফুয়াদ হোসেন, সাজ্জাদ রাব্বি, ফজলে রাব্বি রাহুল, তানিম আহমদ, পারভেজসহ অন্যান্য নেতা-কর্মীরা।