এভিয়েশন বিশ্ববিদ্যালয়-কে ইউজিসি’র সাড়ে ৩ কোটি টাকার চেক প্রদান

২০১৯-২০২০ অর্থ বছরের জন্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়কে সাড়ে ৩ কোটি টাকার একটি চেক প্রদান করেছে।

বিশ্ববিদ্যালয়টির উপাচার্য এয়ার ভাইস মার্শাল এএইচএম ফজলুল হক ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ-এর কাছ থেকে ২০১৯-২০২০ অর্থ বছরের জন্য চেকটি গ্রহণ করেন। অনুন্নোয়ন বাজেট থেকে বিশেষায়িত এ বিশ্ববিদ্যলয়কে এ অর্থ প্রদান করা হয়। এভিয়েশন ও অ্যারোস্পেস খাতে দক্ষ জনবল তৈরির লক্ষ্যে সরকার এ বিশ্ববিদ্যালয়টি স্থাপন করে।

চেক বিতরণ সভায় ইউজিসি সদস্য প্রফেসর ড. এম. শাহ্ নওয়াজ আলি এবং ইউজিসি ও বিশ্ববিদ্যালয়টির পদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।