আবরারের আইডি ‘রিমেম্বারিং’ করলো ফেসবুক কর্তৃপক্ষ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদের ফেসবুক আইডি ‘রিমেম্বারিং’ করলো ফেসবুক কর্তৃপক্ষ। রবিবার দিবাগত রাত তিনটার দিকে বুয়েটের শেরে বাংলা হলে আবরারের মরদেহ পাওয়া যায়।

এতোদিন Abrar Fahad নামের ওই ছাত্রের ফেসবুক আইডি স্বাভাবিক অবস্থায় ছিল। তবে সোমবার রাতে ফেসবুকের কাছেও মৃত হয়ে যায় দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার। 

সাধারণত কেউ মারা গেলে মৃত ব্যক্তির আইডি মুছে না দিয়ে স্মৃতি সংরক্ষণের জন্য আইডিটি রিমেম্বারিং করে রাখে ফেসবুক কর্তৃপক্ষ।

সোমবার দিবাগত রাত পর্যন্ত ভারত ইস্যুতে তিনটি পয়েন্টে লেখা আবরারের শেষ ফেসবুক পোস্ট শেয়ার হয়েছে প্রায় ৪১ হাজার বার। আবরারের সেই পোস্টে তার প্রতি ভালোবাসা ও মৃত্যুতে শোক জানানো প্রতিক্রিয়া এসেছে আরও প্রায় দেড় লাখেরও বেশি। তবে এসব কিছু আর ফিরিয়ে দেবে না আবরারকে। এর আগে রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে আবরার শেষ বারের মতো ফেসবুক পোস্ট দেয়।

ফেসবুকে নিজ বায়োতে লেখা ‘অনন্ত মহাকালে মোর যাত্রা অসীম মহাকাশের অন্তে’ কথাগুলোর মতোই যেন অনন্তের উদ্দেশে চলে গেলেন আবরার ফাহাদ।