সাত দফা দাবির বাস্তবায়ন চান বেসরকারি কারিগরি শিক্ষকরা

বিএম কোর্সের পাঠদানে কারিগরি শিক্ষা বোর্ডের অনুমতি স্থগিতকরণ প্রত্যাহারসহ সাত দফা দাবি জানিয়েছে বাংলাদেশ বেসরকারি কারিগরি শিক্ষক সমিতি। আজ রোববার (৬ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সমিতির সাধারণ সম্পাদক অধ্যক্ষ এ কে এম মোকছেদুর বলেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (ব্যবসায় ব্যবস্থাপনা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮ অনুযায়ী, এমপিওভুক্তির বিষয়ে জটিলতা নিরসন করে এমপিওভুক্তি করতে হবে।

এছাড়া পুনরায় সেমিস্টারভিত্তিক পাঠদান কার্যক্রম চালু ও বিএম সিলেবাস আপগ্রেড কারিকুলাম প্রণয়ন করার দাবি জানিয়ে তিনি বলেন, শিক্ষকদের বিষয়ভিত্তিক প্রশিক্ষণ, ছাত্র-ছাত্রীদের প্রশিক্ষণ আগের মত দুই মাস ও এইচএসসি (বিএম) পরিবর্তন করে এইচএসসি (টেকনিক্যাল) করতে হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু, বাংলাদেশ বেসরকারি কারিগরি শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ নাসির উদ্দীন বাবলু প্রমুখ।