দক্ষিণ এশিয়ায় নিযুক্ত ওয়াটারএইড’র নতুন ডিরেক্টর ড. খায়রুল

ড. খায়রুল ইসলাম

দক্ষিণ এশয়িায় ওয়াটারএইড’র নতুন রিজিওনাল ডিরেক্টর হিসেবে ড. খায়রুল ইসলাম নিযুক্ত হয়েছেন। গত মঙ্গলবার (১ অক্টোবর) থেকে তার নতুন এ দায়িত্ব কার্যকর হয়। শনিবার সন্ধ্যায় সংগঠনটির কমিউনিকেশনস অফিসার সামিয়া মাল্লিকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিশ্বব্যাপী মানুষের জন্য নিরাপদ পানি, স্বাস্থ্যকর টয়লেট ও উত্তম স্বাস্থ্যবিধি নিশ্চিত করার লক্ষ্যে আর্ন্তজাতকি অলাভজনক সংস্থা ওয়াটারএইড বিশ্বে ২৮টি দেশে ৩০ বছররেও বেশি সময় ধরে কাজ করে আসছে।

নতুন এ পদে নিযুক্ত হওয়ার আগে ড. ইসলাম ১১ বছরেরও বেশি সময় ওয়াটারএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি গত চার দশক ধরে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন বেসরকারি উন্নয়ন ও সরকারি সংস্থায় নানামুখী কাজের অভিজ্ঞতায় নিজেকে সমৃদ্ধ করেছেন।

বাংলাদেশ কান্ট্রি অফিস থেকেই ড. খায়রুল ইসলাম রিজিওনাল ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। এখন থেকে তিনি বাংলাদেশ, পাকিস্তান, মিয়ানমার, নেপাল ও ভারতের কার্যক্রমের তত্ত্বাবধায়ন করবেন।