বৃষ্টিতে ভর্তিচ্ছুদের সহায়তায় নিবেদিত ডুসাফ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঝিরিঝিরি বৃষ্টিপাতে ভর্তিচ্ছুদের মারাত্মক ভোগান্তির সাথে সাথে বিপাকে পড়েছেন অভিভাবকরা। শুক্রবার সকাল থেকে বৃষ্টি হওয়ার কারণে প্রায় ৩০ হাজার ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে প্রবেশে কিছুটা ভোগান্তির সৃষ্টি হয়। সকাল সাড়ে ৯ টার আগে পরীক্ষা কেন্দ্রে প্রবেশে কর্তৃপক্ষের নির্দেশনা থাকলেও বৃষ্টি হওয়ার কারণে এরপরও পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে দেখা যায়।

এদিকে ভর্তিচ্ছুদের সহযোগিতায় বাংলাদেশ ছাত্রলীগসহ বিভিন্ন আঞ্চলিক ও জেলা সংগঠনগুলোকে কাজ করতে দেখা গেছে।  বৃষ্টিকে উপেক্ষা করে দেশের নানা প্রান্ত থেকে আগত ভর্তিচ্ছুদের সহযোগিতা করতে দেখা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফেনী জেলার অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট এ্যসোসিয়েশন অব ফেনী (ডুসাফ)।

সংগঠনটির সভাপতি সাদ বিন কাদের চৌধুরী বলেন, কলা ভবন, কার্জন হলসহ ক্যাম্পাসের কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গায় ডুসাফের উদ্যোগে হেল্প ডেস্ক বসানো হয়েছে। আমরা ভর্তিচ্ছুদের আসন সনাক্তকরণ, প্রয়োজনীয় মালপত্র রাখা,  অভিভাবকদের বিশ্রামের ব্যবস্থা করার কাজগুলো করছি। এর ফলে দূরদূরান্ত থেকে পরীক্ষায় অংশ নিতে আসা শিক্ষার্থীদের কষ্ট কিছুটা লাগব হচ্ছে।

২০১৯-২০২০ শিক্ষাবর্ষে  ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত  গ ইউনিটের অধীনে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সকাল ১০টা থেকে শুরু হয়ে সাড়ে ১১টা চলবে পর্যন্ত চলে। এ বছর গ ইউনিটে ১ হাজার ২৫০ আসনের বিপরীতে আবেদনকারীর সংখ্যা ২৯ হাজার ৫৮জন।

পরীক্ষার হলে মোবাইল ফোন বা টেলিযোগাযোগ করা যায় এরূপ কোন ইলেক্ট্রনিক ডিভাইস/যন্ত্র বহন করা নিষিদ্ধ ছিলো।