বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুদের পাশে থাকবে ঢানাছাপ

ঢাকায় অধ্যয়নরত ময়মনসিংহের ঐতিহ্যবাহী নান্দাইল উপজেলা হতে আগত শিক্ষার্থীদের সমন্বয়ে একটি কল্যানমূলক সেচ্ছাসেবী সংগঠন হলো ঢাকাস্থ নান্দাইল ছাত্রকল্যাণ পরিষদ (ঢানাছাপ)। ১৯৮৯ সালে প্রতিষ্টিত এ সংগঠনটি ছাত্রদের নিয়ে বিভিন্ন সেচ্ছাসেবা মূলক কাজে জড়িত।

সে ধারাবাহিকতায় আসন্ন ২০১৯-২৯ সেশনে বিশ্ববিদ্যালয়ের ভর্তিযুদ্ধে ঢাকায় অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, বুয়েট, বুটেক্স, মেডিকেল কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ সমূহ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ সমূহ, সকল বেসরকারি বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন ইনস্টিটিউটে নান্দাইল উপজেলার ভর্তি পরীক্ষার্থীদের যেকোন প্রকার তথ্য ও সহযোগীতায় ঢাকাস্থ নান্দাইল ছাত্রকল্যাণ পরিষদ (ঢানাছাপ) ভর্তি পরীক্ষার্থীদের যেকোন তথ্য ও সহযোগীতায় স্বতঃস্ফূর্তভাবে পাশে থাকবে।

বিশেষত ঢাকায় যাদের থাকার কোন জায়গা নেই ‘ঢানাছাপ’ পরিবার তাদের সহযোগিতা প্রদানে অঙ্গীকারাবদ্ধ।

এ প্রসঙ্গে সংগঠনটির সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাকিবুল করিম ভূইয়া বলেন, ‘একজন ছাত্রের সারাজীবনের শিক্ষার পূর্ণতা আসে তার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার মধ্য দিয়ে। সম্পূর্ণ নতুন এই আঙ্গিনায় সামান্য তথ্য ও সহযোগীতার অভাবে অনেক স্বপ্নের মৃত্যু হওয়ার ঘটনা বিরল নয়। সে লক্ষ্যে নান্দাইল উপজেলার শিক্ষার্থীদের স্বপ্নের সারথি হয়ে সবসময় পাশে থাকবে ঢাকাস্থ নান্দাইল ছাত্রকল্যাণ পরিষদ (ঢানাছাপ)।’

সংগঠনের সাধারণ সম্পাদক ঢাকা কলেজের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান বলেন, ‘পারস্পরিক সম্পর্কের পাশাপাশি নান্দাইলের শিক্ষার্থীরা যেন ভাল প্রতিষ্ঠানে পড়াশুনার মাধ্যমে তাদের মেধার বিকাশ ঘটাতে পারে এবং নান্দাইলকে মডেল নান্দাইল করতে পারে এটাই আমাদের মূল লক্ষ্য।’

প্রয়োজনে,
রাকিবুল করিম ভূইয়া (সভাপতি)
০১৭৬৮-৪৭৭০১৯

মোস্তাফিজুর রহমান (সাধারণ সম্পাদক)
০১৭২৮-১৪২০০৯