বঙ্গবন্ধুর নামে এবারের বিপিএল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, এ বছর বিপিএল হবে বঙ্গবন্ধুর নামে। কোনো ফ্রাঞ্চাইজি থাকবে না। সব দলের স্বত্ব থাকবে বিসিবির অধীনে। বুধবার মিরপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপে বিসিবি সভাপতি বলেন, কয়েকটা ফ্রাঞ্চাইজির বিভিন্ন দাবি দাওয়া আছে, তাদের সেই দাবি মানতে পারছি না। যে কারণে এবার বিপিএল বিসিবি চালানোর সিদ্ধান্ত নিয়েছে।

বিসিবি সভাপতি বলেন, আপনারা জানেন এ বছর বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী। বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী উপলক্ষে বিপিএল তার নামে উৎসর্গ করা হবে।

ক্রিকেট বোর্ডের সভাপতি আরও বলেন, আগের আসরের মতো সব দলই থাকবে। সব দলের খেলোয়াড়দের হোটেলে থাকা-খাওয়া-যাতায়াতসহ সব খরচ বিসিবি বহন করবে। কোনো ফ্রাঞ্চাইজি থাকছে না। আগের ঘোষণা অনুসারে ৩ ডিসেম্বর বিপিএলের উদ্বোধন হবে। মাঠের খেলা শুরু হবে ৬ ডিসেম্বর।