চিরকুটের মাধ্যমে ভর্তিতে জড়িতদের শাস্তি দাবি ছাত্রদলের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের সান্ধ্য কোর্সে চিরকুটের মাধ্যমে ভর্তি প্রক্রিয়ায় জড়িতদের শাস্তির দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। আজ বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ে এ দাবিতে বিক্ষোভ মিছিল করে সংগঠনটি।

বিক্ষোভ মিছিল থেকে চিরকুটের মাধ্যমে ছাত্রলীগের নেতাদের ভর্তি প্রক্রিয়ার সাথে জড়িত ঢাকা বিশ্ববিদ্যায়ের ভিসি অধ্যাপক ড. আখতারুজ্জামান ও ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলামের পদত্যাগ দাবি করা হয়।

এছাড়া, ভর্তিকৃতদের ডাকসু’র সদস্যপদ থেকে অব্যহতি এবং বহিস্কারেরও দাবি জানানো হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আল মেহেদী তালুকদারের নেতৃত্বে ক্যাম্পাসে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে ছাত্রদল। মিছিলটি রাজু ভাস্তর্যের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শেখ রাসেল টাওয়ারের সামনে গিয়ে শেষ হয়।

এর আগে যথাযথ নিয়ম মেনেই শিক্ষার্থীদের ভর্তি করা হয়েছে বলে দাবি করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম। তিনি বলেছেন, ইভিনিং প্রোগ্রাম বিশ্ববিদ্যালয়ের নয়, এটা অনুষদের নিজস্ব প্রোগ্রাম। আসন খালি থাকা সাপেক্ষে বিশ্ববিদ্যালয় থেকে পাস করা শিক্ষার্থীদের সার্কুলারের বাইরেও ভর্তি করানোর সুযোগ রয়েছে। সে ক্ষেত্রে লিখিত পরীক্ষা বাধ্যতামূলক নয়। তাছাড়া শিক্ষার্থীরা একবার লিখিত পরীক্ষা দিয়ে ভর্তি হয়েছে, দ্বিতীয়বার দেয়ার যৌক্তিকতা নেই।

বিক্ষোভে উপস্থিত ছিলেন আল মেহেদী তালুকদার, সভাপতি, ঢাবি ছাত্রদল, সদ্য সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক; মাহমুদুল হাসান সুমন, সদ্য সাবেক সদস্য; জাহিদুল ইসলাম ভূইয়া বাবু, (ছাত্রদল কেন্দ্রীয় কমিটি) রাশেদ ইকবাল খান, যুগ্ম সম্পাদক, হাসানুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক( ঢাবি ছাত্রদল) মোঃ করিম প্রধান রনি আহবায়ক, মুজিব হল ছাত্রদল,মমিনুল ইসলাম জিসান সদস্য সচিব,এফ রহমান হল ছাত্রদল ঢাবি।

খন্দকার আনিসুর রহমান অনিক, সাবেক জি এস প্রার্থী, ডাকসু; আল-আমিন, সাবেক জি এস প্রার্থী এস এম হল; জসীম, সাবেক জি এস প্রার্থী, অমর একুশে হল; শরীফ হোসাইন, সাবেক জিএস প্রার্থী এফ রহমান হল ছাত্র সংসদ।

উপস্থিত ছিলেন সাইদ নেওয়াজ, যুগ্ম আহবায়ক, হাজী মোহাম্মদ মুহসীন হল ছাত্রদল; নাসিরুদ্দিন শাওন, যুগ্ম আহবায়ক এস এম হল ছাত্রদল। মিজানুর রহমান রনি, সহ সভাপতি; হাসনাইন নাহিয়ান সজিব, সহ সভাপতি (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল)

এছাড়া উপস্থিত ছিলেন মহানগর পূর্বের ছাত্রনেতা নাইম আবেদীন, রাকিবুল ইসলাম শরীফ, ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সম্পাদক, আশরাফুল ইসলাম রবিন, মানিক মিয়া, সহ-সভাপতি,মোঃ সোহাগ, সহ-সভাপতহি, সোহরাব হোসেন টিটু,সাংগঠনিক সম্পাদক, জোবায়ের হোসেন, যুগ্ম সম্পাদক,আব্দুল্লাহ আল মামুন, সহ সাংগঠনিক সম্পাদক, মাহফুজুর রহমান খান, প্রকাশনা সম্পাদক, কায়েস মাহমুদ সাদ্দাম, সহ-দফতর সম্পাদক ঢাকা কলেজ ছাত্রদল।
এছাড়া উপস্থিত ছিলেন, তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক এস এম জসিম রানা, মুশফিকুর রহিম, যুগ্ম সম্পাদকসহ ৭০-৮০ জন নেতাকর্মী।

আরও পড়ুন: একবার তো ভর্তি পরীক্ষা দিয়েছে, আবার দরকার কী?