বশেমুরবিপ্রবির অনলাইন ভর্তি আবেদন শুরু আজ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে, শেষ হবে ১৫ অক্টোবর।

ওইদিন রাত ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের www.bsmrstu.edu.bd ওয়েবসাইটে প্রচারিত নিয়মাবলী অনুসারে অনলাইনে আবেদন করা যাবে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১, ২ এবং ৮, ৯ নভেম্বর।

এবারে ৯টি ইউনিটের অধীনে ৩৪ বিভাগে সর্বমোট ৩,০৭০ জন (বিদেশি শিক্ষার্থী ও কোটাসহ) শিক্ষার্থী ভর্তি করা হবে।

ইউনিটসমূহ হলো- ‘এ’, ‘বি’, ‘সি’, ‘ডি’, ‘ই’, ‘এফ’, ‘জি’, ‘এইচ’ এবং ‘আই’। ‘এফ’ এবং ‘জি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১ নভেম্বর, ‘ডি’ এবং ‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২ নভেম্বর, ‘সি’ এবং ‘এইচ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ৮ নভেম্বর, ‘এ’, ‘বি’ এবং ‘আই’ ইউনিটের ভর্তি পরীক্ষা ৯ নভেম্বর অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, এবার মূল আসনের অতিরিক্ত হিসেবে মুক্তিযোদ্ধা কোটায় পাঁচ শতাংশ, প্রতিবন্ধী কোটায় এক শতাংশ, খেলাধুলা/সাংস্কৃতিক কোটায় এক শতাংশ, ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটায় এক শতাংশ এবং পোষ্য কোটায় এক শতাংশ শিক্ষার্থী ভর্তি করা হবে। এছাড়া ১০০টি আসন বিদেশি শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত রয়েছে।