অস্ট্রেলিয়ার পাঠ্যসূচিতে যুক্ত হচ্ছে বাংলা ভাষা

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের সরকারি পাঠ্যসূচিতে যুক্ত হচ্ছে বাংলা ভাষা শিক্ষা। পাঠ্যসূচি অনুযায়ী দ্বিতীয় ভাষা শিক্ষা (এলওটিই) হিসেবে বাংলা ভাষা বিষয়ে অধ্যয়ন করা যাবে। বর্তমানে দেশটির নবম বর্ষে অধ্যয়নরতরা প্রথম বাংলা ভাষাকে বিষয় হিসেবে পেতে চলেছে।

২০২১ সালে রাজ্যের মাধ্যমিক সমমানের পাঠ্যসূচিতে ভাষা শিক্ষা বিষয়ে বাংলা ভাষা শিক্ষা অন্তর্ভুক্ত করার কথা রয়েছে। রাজ্য সরকারের পাঠ্যসূচি নির্ধারক ভিক্টোরিয়ার পাঠ্যক্রম ও মূল্যায়ন কর্তৃপক্ষ (ভিসিএএ) এ সিদ্ধান্ত নিয়েছে।

গত বছর বাংলা ভাষাকে পাঠ্যসূচির বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ করে বাংলাদেশিদের সংগঠন ভিক্টোরিয়ান বাংলাদেশি কমিউনিটি ফাউন্ডেশন ও ওয়েস্টার্ন রিজিয়ন বাংলা স্কুল।