ইউল্যাবে শেষ হলো উচ্চ শিক্ষার মান নিয়ে দুই দিনের সম্মেলন

ইউনিভার্সিটি অব লিবেরাল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) উচ্চ শিক্ষার মান নিয়ে দু্ই দিন ব্যাপী সিইটিএল সম্মেলন-২০১৯ বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে শেষ হয়েছে। শুক্রবার সম্মেলনের শেষ দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা ও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা উপাচার্য ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. ফরাস উদ্দিন।

ইউল্যাবে সেন্টার ফর এ্যাডভান্সড থিউরি এর ডিরেক্টর অধ্যাপক ড. সলিমুল্লাহ খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব এডুকেশন এন্ড রিসার্চ (আইইআর) এর অধ্যাপক ড. আরিফুল হক কবির, ইউল্যাবের উপ-উপাচার্য ও ডিপার্টমেন্ট অব ইংলিশ এন্ড হিউম্যানিটিজ এর প্রধান অধ্যাপক ড. সামসাদ মর্তুজা; ইউল্যাবের স্কুল অব স্যোসাল সাইন্সের ডীন ও ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এর ডিরেক্টর অধ্যাপক ড. জুড উইলিয়াম হেনিলো ও নর্থ সাউথ ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অব ইকোনমিক্স এর প্রধান ড. আহমেদ তাজনিম সম্মেলনের শেষ দিনে প্লেনারি সেশনে অংশ গ্রহণ করেন। অধ্যাপক জুড উইলিয়াম হেনিলো এই প্লেনারি সেশনের চেয়ার ছিলেন।

সম্মেলন শেষে ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ড. এইচ এম জহিরুল হক সম্মেলনে অংশগ্রহণকারীদের সার্টিফিকেট প্রদান করেন।