প্রথম বিভাগ পেয়ে অনার্স শেষ করলেন চোখ হারানো সেই সিদ্দিক

পরীক্ষার রুটিনের দাবিতে ২০১৭ সালের ২০ জুলাই রাজধানীর শাহবাগ মোড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সাত সরকারি কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে দুনিয়ার আলো নিভে যায় সিদ্দিকের। পুলিশের খুব কাছ থেকে ছোড়া টিয়ারশেলের আঘাতে দৃষ্টিশক্তি হারান সরকারি তিতুমীর কলেজ ছাত্র সিদ্দিকুর রহমান। চোখ হারানোও তার ইচ্ছা শক্তি কোন কিছুকে আটকাতে পারেনি। প্রথম বিভাগ পেয়ে অনার্স শেষ করেছেন তিনি।

চোখের আলো ছাড়াই বিশেষ সহযোগীর সহায়তা নিয়ে অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা দেন তিনি। অবশেষে অনার্স চতুর্থ বর্ষের প্রকাশিত ফলাফলে দেখা যায়, ফাস্ট ক্লাস পেয়ে উত্তীর্ণ হয়েছেন তিনি। তার সিজিপিএ ৩.০৭।

সিদ্দিকের সাথে কথা বলে জানা যায়, এখন মাস্টার্স করবেন তিনি। ইতোমধ্যেই কম্পিউটার ও ব্রেইল প্রশিক্ষণ কোর্স শেষ করেছেন। এছাড়াও নিজ যোগ্যতায় হতে চান দেশের সর্বোচ্চ বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) ক্যাডার।

সিদ্দিকুরের রেজাল্ট

বর্তমানে সিদ্দিক স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া এসেনশিয়াল ড্রাগস কোম্পানির টেলিফোন অপারেটর পদে কর্মরত রয়েছেন সিদ্দিক।