কবিতা: মনে পড়ে

আছো এখন ভীষণ ভালো, লাগে নাতো একা,
আমার কাছে হয়তো তোমার একা থাকা শেখা।
নিঃসঙ্গতার আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছে জীবন,
অনাদরে অবহেলায় আছি কোথাও নির্জন।

ভেবে দেখ যখন ছিলে আমার পাশে হেসে,
মান অভিমান দুঃখ ভুলে শুধুই ভালবেসে।
কত খুশির দিনগুলো ছিল, রাতটা নিঝুম
আলাপনে কেটে যেতো কত রাতই নির্ঘুম।

পুরনো সেই অভ্যাস রয়ে গেছে এখন,
রাত্রি জাগা একাকী কষ্ট লাগে ভীষণ।
আমার মতো এখন তোমার কেউ কি নেয় খোঁজ?
গান কবিতা শুনিয়ে তোমায়, ঘুমিয়ে দেয় রোজ।

তার গানের গলা ভীষণ! লাগে তোমার ভালো?
দেখতে বুঝি একশতে এক, গানে আছে তালও?
কত কথা পেটে জমা রাখতে তুমি খুব,
কল দিয়ে শুনিয়ে দিতে থাকতাম চুপ।

ভিডিও কলে কথা বলতে, দিতে মধুর হাসি?
এখনো কেন তোমায় এতো ভালোবাসি!