লাল রঙে সেজেছে লর্ডস

টেস্ট চ্যাম্পিয়নশীপের আদলে দুই চির প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড অষ্ট্রেলিয়ার মর্যাদার লড়াই এ্যাশেজের দ্বিতীয় টেস্ট চলছে লর্ডসে। ব্যাট বলের লড়াইকে ছাপিয়ে ক্রিকেটের মক্কা সেজেছে লাল রঙে।

দুদলের চলমান দ্বিতীয় টেস্টের ক্যাপ থেকে শুরু করে জার্সির নাম্বার, সবই করা হয়েছে লাল। এমনকি দর্শকদেরও অনুরোধ করা হয়েছিল যেন সবাই যথাসম্ভব লাল পোশাকে মাঠে আসেন। মূলত ফুসফুস ক্যান্সার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই রুথ স্ট্রাউস ফাউন্ডেশন নামক দাতব্য প্রতিষ্ঠানের উদ্যোগেই এমন আয়োজন করা হয়।

রুথ স্ট্রাউস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাবেক ইংলিশ ব্যাটসম্যান এন্ডু স্ট্রাউস৷ ফুসফুস ক্যান্সার রোগে আক্রান্ত স্ত্রীকে হারিয়েছেন গতবছর। এরপর থেকেই এই রোগের সচেতনতায় মাঠে নামে তিনি।

ম্যাচটি গতকাল শুরু হবার কথা থাকলেও বৃষ্টির জন্য মাঠে গড়ায়নি প্রথম দিনের খেলা। আজ ম্যাচ শুরুর আগে এক মিনিট নিরবতা পালন করা হয় ফুসফুস ক্যান্সার সচেতনায়৷ খেলোয়াড়দের ক্যাপ ও জার্সিতে লাল রঙের পাশাপাশি ছিল দাতব্য প্রতিষ্ঠান রুথ ফাউন্ডেশনের নিজস্ব লোগো।