বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের নিবন্ধন ২০ আগস্ট পর্যন্ত

আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে প্রথমবারের মতো অংশ নিয়ে বাংলাদেশ একটি স্বর্ণপদক জয় করে। এরই ধারাবাহিকতায় আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে দেশে শুরু হচ্ছে ‘বাংলাদেশ রোবট অলিম্পিয়াড ২০১৯’। জাতীয় পর্যায়ের এই প্রতিযোগিতা অংশগ্রহনের জন্য অনলাইনে নিবন্ধন শুরু হয়েছে। এই নিবন্ধন চলবে ২০ আগস্ট পর্যন্ত।

এ বছর প্রতিযোগিতা হবে চার পর্বে। এগুলো হলো রোবট গ্যাদারিং, ক্রিয়েটিভ ক্যাটাগরি, রোবট ইন মুভি এবং রোবটিক বুদ্ধি বা কুইজ প্রতিযোগিতা। তবে শুধু কুইজ প্রতিযোগিতাটি ঢাকা পর্বে আয়োজিত হবে এবং বাকি তিনটি থাইল্যান্ডের চিয়াংমাইয়ে ২১তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে অনুষ্ঠিত হবে। প্রতিটি প্রতিযোগিতা জুনিয়র এবং চ্যালেঞ্জ (সিনিয়র) দুটি ভাগে বিভক্ত থাকবে। একজন প্রতিযোগী কুইজসহ সর্বোচ্চ তিনটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন।

জাতীয় পর্বের এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী। আগামী ৬ ও ৭ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে এই প্রতিযোগিতা হবে। প্রতিযোগিতার নিবন্ধন ফি মোবাইল ব্যাংকিং বিকাশের মাধ্যমে দিতে হবে।