এবার ডেঙ্গু কেড়ে নিল স্বাস্থ্যকর্মীর প্রাণ

এবার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে। ওই স্বস্থ্যকর্মীর নাম তপন কুমার মন্ডল। বৃহস্পতিবার (১৫ আগস্ট) ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তপন কুমার মন্ডল মারা যান।

নিহত তপন কুমার মাদারীপুরের পেয়ারপুর ইউনিয়নের বাসিন্দা এবং সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে স্বাস্থ্যকর্মী হিসেবে কর্মরত ছিলেন।

উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯২৯ জন। তাদের মধ্যে ঢাকা শহরে মোট (সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে) ভর্তি হয়েছেন ৮১১ জন। ঢাকার বাইরে বিভিন্ন বিভাগের হাসপাতালে ভর্তি ১ হাজার ১১৮ জন।

রাজধানীর বিভিন্ন সরকারি হাসপাতালের মধ্যে ঢাকা মেডিকেলে ১৩১ জন, মিটফোর্ডে ৬৭, ঢাকা শিশু হাসপাতালে ২৫, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ৬৬, বিএসএমএমইউতে ২১, পুলিশ হাসপাতাল রাজারবাগে ১৩, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ১০৯, বিজিবি হাসপাতাল পিলখানা ঢাকায় ৫, সম্মিলিত সামরিক হাসপাতালে ২৩, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৬৫ ও বেসরকারি অন্যান্য হাসপাতাল ও ক্লিনিকে ২৮৬ জন ভর্তি হয়েছেন।

বিভিন্ন বিভাগীয় শহরে মোট আক্রান্ত ১ হাজার ১১৮ জনের মধ্যে ঢাকা শহর ব্যতীত ঢাকা বিভাগে ২৯৫ জন, চট্টগ্রামে ২০৯, খুলনায় ১৫১, রংপুরে ৮১, রাজশাহীতে ১৩০, বরিশালে ১৭১, সিলেটে ২৫ ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন হাসপাতালে ৫৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হন।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম সূত্রে এসব তথ্য জানা গেছে।