শোক দিবসে ছয় লাইনের বিজ্ঞপ্তিতে বানান ভুল তিনটি, সমালোচনা

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ সরকারি কলেজের জাতীয় শোক দিবসের বিজ্ঞপ্তিতে বেশ কয়টি বানানে ভুল হয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। ছয় লাইনের বিজ্ঞপ্তিতে তিনটি বানান ভুল করা হয়েছে।

জাতীয় শোক দিবস উপলক্ষে কলেজের ছাত্র-ছাত্রী ও শিক্ষক-কর্মচারীদের উদ্দেশ্যে দেয়া বিজ্ঞপ্তিতে রয়েছে অধ্যক্ষ স্বাক্ষর।ওই বিজ্ঞপ্তিতে তিনটি বানান ভুল। বিজ্ঞপ্তির দ্বিতীয় লাইনে শোকের জায়গায় ‘লোক’, চতুর্থ লাইনে মর্যাদার জায়গায় ‘মার্যাদায়’ ও র‌্যালির জায়গায় ‘ব্যালী’ লেখা হয়েছে। বিষয়টি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় উঠে। 

এ ব্যাপরে জানতে চাইলে বানান ভুলের বিষয়টি স্বীকার করে অধ্যক্ষ মনজুর আলম বলেন, ‘বিষয়টি আমি জেনেছি এবং সংশোধন করে দিয়েছি। এটা প্রিন্টিং মিসটেক, এই ভুলের জন্য আমি দুঃখিত।’