জয়া আহসানও আক্রান্ত জ্বরে

অভিনেত্রী জয়া আহসান

সারাদেশে ডেঙ্গু নিয়ে উদ্বিগ্ন মানুষ। এরমধ্যে বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসানের জ্বরে আক্রান্ত হওয়ার খবর মিলেছে। এ অভিনেত্রীর ঘনিষ্টসূত্রের বরাতে এ খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

নাম প্রকাশে অনিচ্ছুক জয়ার এক ঘনিষ্টজন বলেন, “গত কয়েকদিন ধরেই জ্বরে ভুগছেন জয়া। বাংলাদেশে ডেঙ্গু নিয়ে চলমান ভীতিকর অবস্থায় তাকে রক্ত পরীক্ষার পরামর্শ দেওয়া হয়েছে। জ্বরের পাশাপাশি তার শরীরে ব্যথাও আছে।”

বিষয়টি নিয়ে গণমাধ্যমকর্মীদের এ অভিনেত্রী বলেন, এটি সাধারণ জ্বর, তাই আর ডেঙ্গু পরীক্ষা করিনি। দিন দুয়েক থেকে তার শারীরিক অবস্থার উন্নতি ঘটেছে বলে নিশ্চিত করেন তিনি।

সপ্তাহখানেক আগে ডেঙ্গু জ্বর নিয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হন অভিনেতা এম এ আলমগীর; তার শারীরিক অবস্থাও এখন আগের তুলনায় ভালো। তরুণ অভিনেতা শরিফুল রাজও ডেঙ্গু জ্বর নিয়ে ভর্তি ছিলেন হাসপাতালে।