শিক্ষার্থীদের নিরাপদে রাস্তা পারাপারের দায়িত্ব শিক্ষাপ্রতিষ্ঠানের

শিক্ষা প্রতিষ্ঠানের সামনের রাস্তা পার হতে গিয়ে শিক্ষার্থীদের সড়ক দুর্ঘটনা রোধে শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস শুরু এবং ছুটি হওয়ার পর প্রতিষ্ঠান কর্তৃপক্ষ শিক্ষার্থীদের নিরাপদে রাস্তা পারাপারের ব্যবস্থা করবে মর্মে পরিপত্র জারি করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বিভাগ। এ সময় রাস্তা পারাপারে সহযোগিতাকারী ব্যক্তি প্লাকার্ড বহন করতে পারবে বলেও বলা হয়।

পরিপত্রে আরও বলা হয়েছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ দায়িত্ব পালন করার জন্য শিক্ষক কিংবা অন্যান্য দায়িত্ববান কর্মকর্তাদের নিয়োজিত করতে পারবে। প্রতিষ্ঠান প্রধানগণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে শিক্ষার্থীদেরর রাস্তা পারাপারের স্থানে জেব্রা ক্রসিং এর ব্যবস্থা করবে। এ বিষয়ে প্রতিষ্ঠান প্রধান কর্তব্যরত ট্রাফিক পুলিশের সহযোগিতা নিতে পারবে। শিক্ষার্থীদের রাস্তা পারাপারে সহযোগিতা করার সময় যেন অনাকাঙ্খিত যানজন সৃষ্টি না হয় সেদিকেও বিশেষ নজর রাখার কথা বলা হয়েছে।

উল্লেখ্য গত ২৫ জুলাই মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ পরিপত্র জারি করা হয়েছে।