এমসিকিউ পদ্ধতিতেই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা

সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষ ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা এমসিকিউ ও লিখিত উভয় পদ্ধতিতেই হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রতিবারের ন্যায় এবারও এমসিকিউ পদ্ধতিতেই হবে ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা। বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার(অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোঃ আবু তাহের।

এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয় যদি লিখিত পরীক্ষা পদ্ধতিতে সফল হয় তবে আগামী বছরে থেকে বিষয়টি নিয়ে প্রশাসন ভাববে বলে জানান রেজিস্ট্রার। তিনি বলেন, ‘লিখিত পরীক্ষা পদ্ধতি চ্যালেঞ্জিং একটা বিষয়। এ পদ্ধতিতে পরীক্ষা নিলে ভালো খারাপ দুই দিকই আছে। এতে প্রশ্ন ফাঁস হওয়ার সম্ভাবনা কম। এছাড়া জাজম্যান্টও প্রপার হয়। আবার অপরদিকে খাতা দেখায় জটিলতা আছে। যদি ঢাবি সফল হয় সেক্ষেত্রে আমরা আগামীবছর বিষয়টি নিয়ে ভাববো। আপাতত এ বছর আগের মতোই পরীক্ষা হবে।’