একনেক অনুমোদিত জাবির উন্নয়ন প্রকল্প অস্বচ্ছ, শিক্ষক-শিক্ষার্থীদের বিক্ষোভ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) অধিকতর উন্নয়নের লক্ষ্যে একনেক কর্তৃক অনুমোদিত প্রকল্পকে অস্বচ্ছ ও পরিবেশ বিরোধী আখ্যায়িত করে প্রকল্পের বিরুদ্ধে আবারো বিক্ষোভ মিছিল করেছে শিক্ষক-শিক্ষার্থী ঐক্যমঞ্চ। মঙ্গলবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের টারজান চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে সমাজবিজ্ঞান, অমর একুশে, শহীদ মিনার ও বটতলা হয়ে রবীন্দ্রনাথ ঠাকুর হলের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।

সমাবেশে নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক মানস চৌধুরী বলেন, ‘প্রকল্পের কাজে ক্যাম্পাসের প্রতি কোন দায়বদ্ধতা ও কর্তব্য নিষ্ঠার সম্পর্ক নেই। বিশ্ববিদ্যালয়ে প্রকৃতি ধ্বংস করার বিরুদ্ধে কতদিন পরপরই গাছ রক্ষার জন্য আন্দোলন করা লাগে। আসলে এই প্রকল্পের মাস্টারপ্ল্যান তথা কথিত ১৪শ কোটি টাকা খেয়ে ফেলার একটা মহাপরিকল্পনা ছাড়া আর কিছুই নয়’

বিশ্ববিদ্যালয় শাখা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট’র সাধারণ সম্পাদক মোহাম্মদ দিদার বলেন,‘আমরা চাই হল নির্মাণ হোক কিন্তু সেটা পরিকল্পিত ভাবে। এবং উন্নয়ন পরিকল্পনা থেকে পরিবেশ বিরোধী অপরিকল্পনা, অস্বচ্ছতা এবং অগণতান্ত্রিকতা দুর করতে হবে।’

বাংলাদেশ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের জাবি শাখার যুগ্ম আহবায়ক জয়নুল আবেদীন শিশির বলেন ‘প্রশাসনের ধান্ধা টেন্ডার ভাগ করে খাওয়া, মাননীয় উপাচার্য মাস্টার প্ল্যানের মাত্র ৬ টি হল নির্মাণের চিত্র দেখালেও বাকিগুলোর পরিকল্পনা আমরা জানতে পারিনি। শিক্ষার্থীদের বাধা দিয়ে কাজ পরিচালনা করতে চাইলে আপনার অবস্থাও পূর্ববর্তীদের মত হবে। আমরা চাই দ্রুত মাস্টারপ্ল্যান সংস্কার করে আবারো কাজ শুরু করা হোক’

সংক্ষিপ্ত সমাবেশে আরো বক্তব্য রাখেন সাধারণ ছাত্র অধিকার ও সংরক্ষণ পরিষদ জাবি শাখার যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন শিশির, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের (মার্ক্সবাদী) সভাপতি মাহাথীর মুহাম্মদসহ বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধিরা।