শিশু হত্যায় জড়িত ইবির কর্মকর্তা বরখাস্ত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পার্শবর্তী এলাকায় শিশু হত্যা মামলার সঙ্গে জড়িত থাকার দায়ে জেল হাজতে প্রেরিত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। জাহাঙ্গীর আলম নামের ওই কর্মকর্তা বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব শাখার সহকারী (হিসাব) পরিচালক বলে জানা গেছে।

রবিবার (১৪ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ জাহাঙ্গীর আলমের বরখাস্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, হত্যা মামলার সঙ্গে জড়িত থাকায় মহামান্য আদালত জাহাঙ্গীর আলমকে জেল হাজতে প্রেরণ করেছে যা বিশ্ববিদ্যালয়ের কর্মচারী দক্ষতা ও শৃংখলা বিধির ১৫ (এ) ধারা পরিপন্থি। তাই তাকে গত ২৩ জুন থেকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তবে তিনি বিধি মোতাবেগ জীবনধারণ ভাতা পাবেন।

প্রসঙ্গত, সম্প্রতি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পার্শবর্তী শেখপাড়া এলাকায় পারিবারিক কলহের জেরে এক শিশু খুন হয়। ওই ঘটনায় মামলার অন্যতম আসামী করা হয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা জাহাঙ্গীর আলমকে। পরে ওই মামলায় আদালত জাহাঙ্গীর আলমের জামিন নামঞ্জুর করে হাজতে প্রেরণের নিদের্শ দেন।