দুই দাবিতে বাংলা বিভাগে তালা ইডেন ছাত্রীদের

খাতা পুনর্মূল্যায়নসহ দুই দফা দাবিতে বাংলা বিভাগে তালা দিয়েছেন রাজধানীর ইডেন মহিলা কলেজের ছাত্রীরা। বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ছাত্রীরা সকাল থেকেই তালা দিয়ে অনির্দিষ্টকালের জন্য ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দেন।

বাংলা বিভাগের ছাত্রীদের দুই দফা দাবির মধ্যে রয়েছে, যাদের সিজিপিএ ২.০০ এর নীচে তাদেরকে ইমপ্রুভমেন্ট পরীক্ষার ‍সুযোগ দিতে হবে এবং খাতা পুনর্মূল্যায়নের সুযোগ দিতে হবে।

দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে তারা জানিয়েছেন। এছাড়া ঘোষিত ফলাফল মানেন না বলেও জানিয়েছেন তারা।