সমন্বিত ৮ ব্যাংকের নিয়োগ পরীক্ষা বাতিল

সমন্বিত ৬ ব্যাংক ও দুটি আর্থিক প্রতিষ্ঠানের সিনিয়র অফিসার পদের লিখিত পরীক্ষা বাতিল করা হয়েছে। পরীক্ষাটির মাধ্যমে ১ হাজার ২২৯জন নিয়োগ দেওয়ার কথা ছিল। এর মধ্যে সোনালী ব্যাংকে ২৬০ জন, জনতা ব্যাংকে ৪০০ জন, কৃষি ব্যাংকে ৩৯৭ জন, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে ১২ জন, কর্মসংস্থান ব্যাংকে ১০৭ জন, প্রবাসী কল্যাণ ব্যাংকে ৩৬ জন, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশে ৫ জন এবং বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনে ১২ জন নিয়োগ পাবেন।

বৃহস্পতিবার মহাব্যস্থাপক ও সদস্য সচিব, বিএসসি মোহাম্মদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পরীক্ষা বাতিলের এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তির তথ্যমতে, পরীক্ষাটি পুনরায় আগামী ২ আগস্ট তারিখ সকাল ১০-১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি ও নতুন পরীক্ষার কেন্দ্র নীচে তুলে ধরা হলো।

উল্লেখ্য, গত ১০ মে অনুষ্ঠিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই আগামী ২ আগস্টের পরীক্ষায় অংশ নিতে পারবেন।