কবিতা: উদাসিনী মন

কার তরে মন দিলিরে গোলাপ?
হইল না রে প্রেমের আলাপ
বুঝল না রে মন, আমার বুঝল না রে মন
এমন ভালোবাসার ছিল কি প্রয়োজন?
বুঝল না রে মন, আমার বুঝল না রে মন।

চোখে চোখে ভাবের খেলা
নেশায় আমার কাটলো বেলা
জুটল না রে সাধের প্রিয়জন
এমন ভালোবাসার ছিল কি প্রয়োজন?
বুঝল না রে মন, আমার বুঝল না রে মন।

যার লাগি বইলাম পাহাড়
ছাড়ি ভাগের ক্ষুধার আহার
নিজের আত্মা করি সমর্পণ
এমন ভালোবাসার ছিল কি প্রয়োজন?
বুঝল না রে মন, আমার বুঝল না রে মন।

করে দিয়ে জগৎ কালো
হাঁটে নিয়ে একাই আলো
এমন ভালোবাসার ছিল কি প্রয়োজন?
বুঝল না রে মন, আমার বুঝল না রে মন।