বৃষ্টিতে পণ্ড হওয়ার সম্ভাবনা নেই বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ

নটিংহামের ট্রেন্টব্রিজে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া। এ ম্যাচের আগেও আলোচনায় রয়েছে ইংল্যান্ডের বিচিত্র আবহাওয়া। ইতিমধ্যে বৃষ্টিতে বিশ্বকাপের চারটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। স্বাভাবিকভাবেই আজকের ম্যাচেও আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা।

এ ম্যাচেও বৃষ্টি বিঘ্ন ঘটাতে পারে এমন আশঙ্কা অনেকের। মাঝে মধ্যে হানা দিতে পারে বেরসিক বৃষ্টি। আবার তা আড়াল হয়ে দেখা মেলবে সূর্যের আলোর। তবে সুখবর হচ্ছে, খেলা পণ্ড হওয়ার তেমন সম্ভাবনা নেই। কিন্তু ম্যাচের ফলে প্রভাব ফেলবে ইংলিশ কন্ডিশন।

নটিংহ্যামের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ সকাল ১১টা থেকে ১টার মধ্যে বৃষ্টি হতে পারে। তবে স্বস্তির নিশ্বাস ফেলতে পারে উভয় দলই। বৃষ্টি হলেও বিরতি দিয়ে রোদ উঠবে। বিকালে আকাশ পরিষ্কার থাকবে। বাতাসে আর্দ্রতার পরিমাণ কমবে। কিছু সময় বৃষ্টিবাধা থাকলেও ম্যাচ পরিত্যক্ত হওয়ার সম্ভাবনা নেই।

অস্ট্রেলিয়া ম্যাচে বৃষ্টি, সবসময় বাংলাদেশের জন্য পয়া! ২০১৫ বিশ্বকাপ ও ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফিতে বৃষ্টিবাধায় হয়নি দুই দলের খেলা। তাতে ভীষণ উপকৃত হয়েছিলেন মাশরাফিরা। তবে এবার বৃষ্টি হলে খুব একটা লাভ নেই। প্রথম ও শেষ কথা জয়। কাঙ্ক্ষিত বিজয়ই টাইগারদের সেমিফাইনালের পথে আরেক ধাপ এগিয়ে দিতে পারে।