লোকসান দেখিয়ে কর ছাড়ের হার কমছে মোবাইল কোম্পানির

সর্বনিম্ন কর ০.৭৫% থেকে বেড়ে ২ শতাংশ করার প্রস্তাব

দেশে মোবাইল ফোন কোম্পানিগুলোর মধ্যে একটি বাদে বাকী সবগুলোই লোকসানি। লোকসানি কোম্পানি হলেও বার্ষিক টার্নওভারের (সেবা প্রদানের বিপরীতে প্রাপ্ত অর্থ) উপর শুন্য দশমিক ৭৫ (০.৭৫%) শতাংশ হারে কর পরিশোধ করতে হতো।

এবার এই করহার বাড়িয়ে দুই শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। সেই হিসেবে মোবাইল কোম্পানিগলোর টার্নওভারের উপর ন্যুনতম কর বাড়ছে প্রায় তিনগুণ। অর্থাৎ লোকসান দেখালেও তাদেরকে ২ শতাংশ হারে কর দিতে হবে। অন্যদিকে মোবাইল ফেনে কথা বলা, এসএমএস (ক্ষুদে বার্তা) ও এর মাধ্যমে ইন্টারনেট ব্যবহারের উপর সম্পূরক শুল্ক দ্বিগুণ করা হয়েছে। ফলে দেশে মোবাইল ফোনের মাধ্যমে কথা বলাসব সব ধরণের সেবা নেওয়ার উপর গ্রাহকের ব্যয় বাড়বে।