করের চাপ বাড়ছে সঞ্চয়পত্রে

সঞ্চয়পত্রে বিনিয়োগে সুদের হার কমানো নিয়ে বহু আলোচনা হলেও তাতে পরিবর্তন আসেনি। কিন্তু সঞ্চয়পত্র হতে প্রাপ্ত সুদের উপর করহার বাড়িয়ে দেওয়ার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। বর্তমানে সঞ্চয়পত্রে বিনিয়োগ থেকে প্রাপ্ত মুনাফা বা সুদের উপর ৫ শতাংশ হারে উৎসে কর কর্তন করা হয়। এটি দ্বিগুণ বাড়িয়ে ১০ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে।

ফলে এ খাত থেকে প্রাপ্ত আয়ের উপর বেশি হারে কর পরিশোধ করতে হওয়ায় বিনিয়োগকারী সুদ হিসেবে আগেই চাইতে কম টাকা হাতে পাবেন। বর্তমানে সঞ্চয়পত্রে বিনিয়োগে সুদের হার গড়ে সাড়ে ১১ শতাংশ। অবশ্য এ খাতে উৎসে কর পরিশোধ করলেও পরবর্তীতে আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় ওই অর্থ সমন্বয়ের সুযোগ থাকবে। কিন্তু যাদের টিআইন (কর সনাক্তকরণ নম্বর) বা করযোগ্য আয় নেই তাদের পক্ষে ওই অর্থ সমন্বয়ের কোন সুযোগ থাকছে না।