ভেস্তে যেতে বসেছে বাংলাদেশের সেমিফাইনাল খেলার স্বপ্ন

বৃষ্টির কবলে ভেস্তে যেতে বসেছে বাংলাদেশের সেমিফাইনাল খেলার স্বপ্ন। আধ্যাত্মিক কিছু না ঘটলে খেলা মাঠে গড়ানোর কোন সম্ভাবনা নেই। এমনটা জানিয়েছেন ম্যাচ অফিসিয়ালরা।

ব্রিস্টলের আকাশ কালো মেঘে ঢেকে গেছে। তাই বাংলাদেশের কোটি ক্রিকেট ভক্তের মনেও দেখা দিয়েছে শঙ্কা। শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্সের কারণে ভক্তদের আফসোস আরও বেশি। বৃষ্টিতে বাংলাদেশ শ্রীলংকার ম্যাচ পরিত্যক্ত হলে লাভটা শ্রীলংকার বেশি হবে। কারণ পয়েন্ট খোয়াবে বাংলাদেশ। শ্রীলংকাকে অনায়াসেই হারিয়ে দিতে পারতো টাইগাররা এমনটা মনে করছে টাইগার সমর্থকরা।

অন্যদিকে বাংলাদেশের সেমিতে খেলার সম্ভাবনা কমে যাবে। সেমিফাইনাল খেলতে হলে বাংলাদেশকে কমপক্ষে আরও ৪ টি ম্যাচ জিততে হবে। শ্রীলংকার বিপক্ষে পয়েন্ট ভাগাভাগিতে সেই সমীকরণটা হয়ে যাবে জটিল। কেননা অস্ট্রেলিয়া, ইন্ডিয়া এবং পাকিস্তান এই তিন দলের মধ্যে যেকোনো দুটিকে হারাতে হবে তখন। ইংল্যান্ডের কন্ডিশন বিবেচনা করলে যা অনেকটাই অসম্ভব।

কোটি দর্শক এখন এটাই প্রার্থনা করছেন কোন ভাবে যেন ম্যাচটি মাঠে গড়ায়। তাহলে বেঁচে থাকবে বাংলাদেশের সেমিফাইনালে খেলার স্বপ্ন সেই সাথে বেঁচে থাকবে ভক্তদের স্বপ্ন।