পেনশন নিতে গিয়ে মৃত্যুকেই বরণ করলেন স্কুল শিক্ষক

পেনশনের টাকা তুলতে এসে এক শিক্ষকের মর্মান্তিক মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহত শিক্ষকের নাম খলিলুর রহমান (৭০)। তিনি উপজেলার উবারামপুর গ্রামের মজুমদার বাড়ির প্রাইমারী স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক।

জানা গেছে, সোমবার উপজেলা সদরে সোনালী ব্যাংকে পেনশন তুলতে গিয়ে ব্যাংকের সিঁড়ি দিয়ে দোতলায় উঠতে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে যান তিনি। পরে আর তার জ্ঞান ফেরেনি। হার্ট এ্যাটাকে বৃদ্ধ স্কুল শিক্ষক মারা গেছেন বলে উপস্থিত লোকজন জানিয়েছেন।

মৃতের জামাতা সাইফুল ইসলাম জানান, ৪ ছেলে ও ৫ কন্যার জনক খলিলুর রহমান ২০০৭ সালে নিজ এলাকার সরকারী প্রাথমিক বিদ্যালয় হতে অবসর নিয়েছেন। প্রতি মাসের ন্যায় পেনশনের টাকা তুলতে গিয়ে তিনি হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যুর কোলে ঢুলে পড়েন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সোনালী ব্যাংক ফরিদগঞ্জ শাখা ম্যানেজার মো. বেদারউদ্দিন বলেন, পেনশনের টাকা তুলতে ব্যাংকে উঠার সময় নীচ তলায় সিঁড়িতে তিনি অজ্ঞান হয়ে পড়ে মারা যান। তবে মৃত্যুর পর শিক্ষক খলিলুর রহমানের পেনশনের টাকা তুলে দেওয়া হয়েছে।