স্বাস্থ্য ক‌্যাডারে অর্ধ শতাধিক চিকিৎসক নেবে পিএসসি

বাংলাদেশ কর্ম কমিশন  স্বাস্থ্য ক্যাডারে চিকিৎসক নিয়োগের জন্য নির্ধারিত যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের থেকে দরখাস্ত আহবান করেছে। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে। আবেদন শুরু হবে ২৩ মে সকাল ১০টা থেকে। আর আবেদন করা যাবে  ২৭ জুন সন্ধ্যা ৬টা পর্যন্ত।

ক্যাডারের নাম: বিসিএস (স্বাস্থ্য)

১) পদের নাম: অধ্যাপক (ইউরোলজি)
পদ সংখ্যা: ২টি

২) পদের নাম: অধ্যাপক (বায়োকেমিষ্ট্রি)
পদ সংখ্যা: ২টি

৩) পদের নাম: অধ্যাপক (এনাটমি)
পদ সংখ্যা: ২টি

৪) পদের নাম: অধ্যাপক (অফথালমোলজি)
পদ সংখ্যা: ৪টি

৫) পদের নাম: অধ্যাপক (প্যাথলজি)
পদ সংখ্যা: ৪টি

৬) পদের নাম: অধ্যাপক (কার্ডিওলজি)
পদ সংখ্যা: ৩টি

৭) পদের নাম: অধ্যাপক (কমিউনিটি মেডিসিন)
পদ সংখ্যা: ২টি

৮) পদের নাম: অধ্যাপক (সার্জারি)
পদ সংখ্যা: ৩টি

৯) পদের নাম: অধ্যাপক (ইএনটি)
পদ সংখ্যা: ৩টি

১০) পদের নাম: অধ্যাপক (নিওনেটলজি)
পদ সংখ্যা: ২টি

১১) পদের নাম: অধ্যাপক (অর্থোপেডিক সার্জারি)
পদ সংখ্যা: ৪টি

১২) পদের নাম: অধ্যাপক (গাইনি)
পদ সংখ্যা: ২টি

১৩) পদের নাম: অধ্যাপক (সাইকিয়াট্রি)
পদ সংখ্যা: ১টি

১৪) পদের নাম: অধ্যাপক (শিশু সার্জারি)
পদ সংখ্যা: ১টি

১৫) পদের নাম: অধ্যাপক (পেডিয়াট্রিক)
পদ সংখ্যা: ২টি

১৬) পদের নাম: অধ্যাপক (পেডিয়াট্রিক নেফ্রোলজি)
পদ সংখ্যা: ১টি

১৭) পদের নাম: অধ্যাপক (গ্যাষ্ট্রোএন্টারোলজি)
পদ সংখ্যা: ২টি

১৮) পদের নাম: অধ্যাপক (এন্ডোক্রাইনোলজি)
পদ সংখ্যা: ১টি

১৯) পদের নাম: অধ্যাপক (নিউরোলজি)
পদ সংখ্যা: ২টি

২০) পদের নাম: অধ্যাপক (ফার্মাকোলজি)
পদ সংখ্যা: ১টি

২১) পদের নাম: অধ্যাপক (রেডিওলজি অ্যান্ড ইমেজিং)
পদ সংখ্যা: ২টি

২২) পদের নাম: অধ্যাপক (ফিজিওলজি)
পদ সংখ্যা: ২টি

২৩) পদের নাম: অধ্যাপক (নেফ্রোলজি)
পদ সংখ্যা: ১টি

২৪) পদের নাম: অধ্যাপক (হেমাটোলজি)
পদ সংখ্যা: ১টি

২৫) পদের নাম: অধ্যাপক (রেডিওথেরাপি)
পদ সংখ্যা: ১টি

২৬) পদের নাম: অধ্যাপক (নিউরো সার্জারি)
পদ সংখ্যা: ১টি

২৭) পদের নাম: অধ্যাপক (ফরেনসিক মেডিসিন)
পদ সংখ্যা: ৩টি

বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন