ধানক্ষেত পুড়িয়ে দেয়া সেই কৃষকদের মানববন্ধন কাল

ধানের ন্যায্যমূল্যের দাবিতে আগামীকাল শুক্রবার সকাল ১০টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন কর্মসূচীর আহবান করেছে কৃষক জনতার সমন্বয়ে সর্বস্তরের সাধারণ মানুষ ‘আমরা কৃষক সন্তান’। তারা জানান, সরকার কর্তৃক ন্যায্যমূল্যের ভিত্তিতে কৃষকের কাছ থেকে তাদের উৎপাদিত ধান ক্রয় করতে হবে।

আয়োজকরা বলছেন, ধান উৎপাদনকারী কৃষকরা সারাদেশ জুড়ে কাঁদছেন। এ কান্না ছুঁয়ে যাক অধুনা নগরবাসী কৃষক-সন্তান‌দের‌কেও। এ মানববন্ধনের মাধ্যমে তাদের হত দরিদ্র কৃষকদের পাশে দাড়াতে চাই আমরা।

প্রসঙ্গত, এবারে কৃষকদের উৎপাদিত ধানের বাজার মূল্য নিয়ে অসন্তোষ জানিয়ে আসছে ধান উৎপাদনকারী কৃষকরা। ধারাবাহিক গতিতে শ্রমমূল্য বৃদ্ধি পেলেও সেই অনুপাতে ধানের দাম বৃদ্ধি পায়নি। ফলে লোকসানের মুখোমুখি হতে হচ্ছে কৃষকদের।