জাপান যাচ্ছেন ঢাবি ভিসি

জাপানের নারা উইমেন্স বিশ্ববিদ্যালয়ের ১১০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ভাষণ দিবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। উপাচার্যের দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জাপানের নারা উইমেন্স বিশ্ববিদ্যালয়ের ১১০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যোগ দিবেন। আজ ১৬ মে, বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুর এয়ারলাইনস্-এর একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করবেন।

“উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান উক্ত অনুষ্ঠানে একটি বক্তৃতা প্রদান করবেন। এছাড়া, তিনি নারা উইমেন্স বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ ও শিক্ষাবিদদের সাথে স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে মতবিনিময় করবেন। আগামী ১৯ মে, রবিবার মধ্যরাতে সিঙ্গাপুর এয়ারলাইনস্-এর আরেকটি ফ্লাইটে তিনি দেশে ফিরবেন বলে জানা গেছে।”

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে জানানো হয়েছে, “উপাচার্যের অনুপস্থিতিতে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ তাঁর নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে উপাচার্য-এর রুটিন দায়িত্ব পালন করবেন।”